amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১২ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মতিঝিলে চুরির চেষ্টাকালে একজন গ্রেফতার

এম রাসেল সরকার:
মে ১২, ২০২৩ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

মতিঝিলে চুরির চেষ্টাকালে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ জসিম উদ্দিন জসিম। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৪টি স্ক্রু ড্রাইভার, চাকু, মোবাইল, সেলাই রেঞ্জ ও হাত ব্যাগ জব্দ করা হয়।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার রাত ৮ টায় মতিঝিল থানার টয়েনবি সার্কুলার রোডের এমাজন ওভারসিজ এর ৩য় তলায় চুরির চেষ্টাকালে জনসাধারণের সহায়তায় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে এই কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত জসিম রাজধানীর মতিঝিল থানাসহ বিভিন্ন এলাকায় তালা ভেঙ্গে ও গ্রীল কেটে কৌশলে চুরি করতো মর্মে স্বীকার করেছে।

গ্রেফতারকৃর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে। ইতোপূর্বে ডিএমপির যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।