amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মুগদায় এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

এম রাসেল সরকার:
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মুগদা এলাকায় রবিন (২৭) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মতিঝিল দৈনিকবাংলা মোড়ে ফুটপাতে জুতার ব্যবসা করতেন।

গত (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পথচারীরা ওই যুবককে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. ফরহাদ ও মো. নাহিদ জানান, তারা মান্ডা এলাকায় রড মিস্ত্রীর কাজ করেন। সন্ধ্যা ৭টার দিকে মান্ডার হিরু মিয়ার গলির রাস্তায় আহত অবস্থায় পরে ছিলেন রবিন। তখন স্থানীয় কিছু লোকজন ওই রবিনকে হাসপাতালে নিয়ে যেতে বলে। এ সময় তারা জানান, তিনি ছাদ থেকে পরে গেছেন। এর বেশি কিছু তারা জানেন না।

রবিনের চাচা মো. সোহাগ জানান, রবিন মুগদা মান্ডা ল্যাটকার গলিতে স্ত্রী ও এক ছেলে-মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। রবিন দৈনিকবাংলা মোড়ে ফুটপাতে জুতার ব্যবসা করতেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুটি ছেলে রবিনের বাসায় খবর দেয় যে, রবিন ছাদ থেকে পরে গেছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে রবিনের মরদেহ দেখতে পাই। তবে কিভাবে রবিন মারা গেছেন সেটা বলতে পারছি না।’

রবিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোরাকালা গ্রামে। রবিনের বাবার নাম আব্দুল আওয়াল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘দুই পথচারী রাস্তায় আহত অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে আসে। ওই যুবকের ডান পা ভাঙ্গা ও মাথায় আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করতে মুগদা থানায় জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।