মোঃ রাসেল সরকার//
রাজধানীর মুগদায় জমির আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) মুগদার দক্ষিণ মান্ডা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জমির আলী কিশোরগঞ্জের কটিয়াদী থানার বাইয়রহাটি গ্রামের মৃত মির্জা আলীর ছেলে। তিনি মুগদার দক্ষিণ মান্ডায় ভাড়া বাসায় থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফেরদৌস আলম।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ দেখতে পাই। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই ফেরদৌস বলেন, নিহতের স্বজনরা জানিয়েছেন- মানসিক সমস্যার কারণে ওই যুবক গলায় ফাঁস দিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।