amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানী ফকিরাপুল ১১তলা থেকে পড়ে নিহত ১

এম, রাসেল সরকার
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে ১১ তলা থেকে পড়ে মো. হাসান শাহিন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মতিঝিলের ফকিরাপুলে হোটেল রহমানিয়া ভবনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন।

তিনি বলেন, হোটেলের স্টাফদের মুখে জানতে পেরেছি যে, হোটেলের ২০ তলা ভবনের ১১ তলার বারান্দা থেকে নিচে পড়ে যান শাহিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই জানান, খবর পেয়ে পুলিশ হোটেল রহমানিয়া সামনে থেকে মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানান মতিঝিল থানার এসআই। তিনি জানান, এটা হত্যা না কি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।