রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা শুরু।
বৃহস্পতিবার সকাল ১০ টায় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা শুরু করেন।
এরপর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় গিয়ে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক ও ধুমপান সেবনে কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
এ ছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ধুমপান ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতন মূলক বক্তব্য রাখেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আতিকুল হক ও তার সহধর্মিণী ডাক্তার এ্যানি।