amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর চারঘাটে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
জুন ২, ২০২৩ ৮:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর চারঘাটে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ধুমপান ও মাদক বিরোধী প্রচারনা শুরু।

বৃহস্পতিবার সকাল ১০ টায় চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ও উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমান দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা শুরু করেন।

এরপর চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় গিয়ে বিভিন্ন দেওয়ালে পোস্টার লাগিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক ও ধুমপান সেবনে কুফল সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।

এ ছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেওয়ালে দেওয়ালে পোস্টার লাগিয়ে প্রচারণা করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ধুমপান ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতন মূলক বক্তব্য রাখেন।

এ সময় তার সাথে ছিলেন, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আতিকুল হক ও তার সহধর্মিণী ডাক্তার এ্যানি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।