amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৯ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর চারঘাটে স্যালাইনের সংকট চিকিৎসা সেবা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী):
জুন ১৯, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট দেখা দেওয়ায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলে সংস্লিষ্ট সুত্রে জানা গেছে।

শুধু হাসপাতালে নয় ঔষধের দোকান গুলোতেও সংকট দেখা দিয়েছে বলে খোজ নিয়ে জানা গেছে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে আলাপ করে জানা গেছে স্যালাইন ডি এ, এবং ডিএন এস পেট ব্যাথা ও পেটের পিড়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বেশ কিছুদিন থেকে এই স্যালাইন দুটি সংকট দেখা দিয়েছে। যার কারনে পেটের পীড়ায় আক্রান্ত রোগীরদের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এ ব্যাপারে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ডি এ, এবং ডি এন এস স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে আগামী অর্থ বছরে এ সংকট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। কারন আগামী অর্থ বছরের জন্য যে চাহিদা পাঠানো হয়েছে, তা সঠিক ভাবে পেলে আর কোন সংকট থাকবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।