চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট দেখা দেওয়ায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলে সংস্লিষ্ট সুত্রে জানা গেছে।
শুধু হাসপাতালে নয় ঔষধের দোকান গুলোতেও সংকট দেখা দিয়েছে বলে খোজ নিয়ে জানা গেছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সাথে আলাপ করে জানা গেছে স্যালাইন ডি এ, এবং ডিএন এস পেট ব্যাথা ও পেটের পিড়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বেশ কিছুদিন থেকে এই স্যালাইন দুটি সংকট দেখা দিয়েছে। যার কারনে পেটের পীড়ায় আক্রান্ত রোগীরদের চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ব্যাপারে চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আশিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় ডি এ, এবং ডি এন এস স্যালাইনের সংকট দেখা দিয়েছে। তবে আগামী অর্থ বছরে এ সংকট থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন। কারন আগামী অর্থ বছরের জন্য যে চাহিদা পাঠানো হয়েছে, তা সঠিক ভাবে পেলে আর কোন সংকট থাকবে না।