amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেঞ্জে আবারও শ্রেষ্ঠ বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জুন ১৪, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী রেঞ্জে আবারও শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে বগুড়া জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

পুলিশ সূত্র জানায়, মে মাসে রাজশাহী রেঞ্জে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস-অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করা হয় জেলা পুলিশ বগুড়াকে।

মঙ্গলবার (১৩ই জুন) রাজশাহীতে নিজ অফিসে ডিআইজি মোঃ আব্দুল বাতেন বিপিএম, পিপিএম জুম মিটিং এর মাধ্যমে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীকে ক্রেস্ট ও সনদপত্র দেয়ার ঘোষণা দেন।

পুলিশ সুপার বলেন, রাজশাহী রেঞ্জের মধ্যে জেলা পুলিশ বগুড়া’র শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্মস্পৃহা, আন্তরিকতা, দায়বদ্ধতা, দৃঢ় মনোবলের কারণে।

জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ বগুড়া অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।