amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৮ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে আবুল খায়ের স্টিলের গৃহনির্মাণ কর্মশালা

Link Copied!

গৃহনির্মাণ কৌশলের উন্নয়ন, আধুনিকায়ন ও দক্ষতা বাড়াতে স্থানীয় রাজমিস্ত্রিদের সচেতন করার লক্ষ্য এ কর্মশালার করা হয়েছে। শনি থেকে রোববার দুপুর পর্যন্ত উপজেলা অডিটরিয়ামে চার শতাধিক রাজমিস্ত্রি এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার আওলাদ হোসেন, কোম্পানির ডিলার সাইফুল ইসলাম মুরাদ, রিজিওনাল ম্যানেজার সৈয়দ ফারুক হোসেন, সহকারি ম্যানেজার জহুর আহমেদ, এরিয়া ম্যানেজার তৌহিদুল ইসলাম জিসান, মার্কেটিং আলী হোসেন আলমগীর হোসেন।

দুই দিনের কর্মশালা শেষে ২২০ জন রাজমিস্ত্রিকে সনদ বিতরণ করেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন। আওলাদ হোসেন বলেন, “ক্রেতাদের জন্য গুণগতমান সম্পন্ন পণ্য সরবরাহ করার মাধ্যমে তাদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আবুল খায়ের স্টিল সর্বদা বদ্ধপরিকর। মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়ে রাজমিস্ত্রিদের সচেতন করার মাধ্যমে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশব্যাপী এই কর্মসূচি আয়োজন করছে আবুল খায়ের স্টিল।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।