রায়পুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। শনিবার উপজেলা চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবালের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া প্রমুখ।
সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন তার বক্তব্যে বলেন,সরকার পরিকল্পিত উপায়ে চাষাবাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। কম পরিমাণ জমিতে কিভাবে অধিক ফসল ফলানো যায় সে বিষয়ে কৃষি বিভাগ ভূমিকা রেখে চলেছে। আলোচনা সভা শেষে অতিথিরা কৃষি মেলার ১৫টি স্টল পরিদর্শন করেন।