amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১০ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে ছাত্রলীগের আনন্দ মিছিলে পদ প্রত্যাশীদের হামলা

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রলীগের এক পক্ষের আনন্দ মিছিলে পদ প্রত্যাশী অপর পক্ষের হামলার ঘটনা ঘটেছে। মারধরে আহত হয়েছে ১২-১৫ জন। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন,আরাফাত (২৩), আসিফ (১৮), জাহিদ (২৪), রাকিব (১৮), মেহেদী হাসান (২০) ও রাকিব হোসেন (১৮)। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন শামীম (২০), রাকিব (১৯), সজিব (২১), নাহিদ (১৯), জুবায়ের (২০), শুভসহ (১৭) আরো কয়েকজন।

আগামী ১৯ জুন এ ইউনিয়নে ছাত্রলীগের কর্মীসভা আয়োজনের দিন নির্ধারিত রয়েছে। ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের কথা।

খোঁজ নিয়ে জানা যায়,ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে নেতৃত্ব পাওয়া নিয়ে হাবিবুর রহমান আরাফাত, হুমায়ুন কবির, মো. তালহা ইসলাম ও ইমন খলিফার বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে কর্মীসভাকে স্বাগত জানিয়ে খাসেরহাট বাজারে আনন্দ মিছিল বের করেন আরাফত ও তার সমর্থিত কর্মীরা। মিছিলে ছাত্রদল ও শিবির কর্মীদের উপস্থিতির থাকার অভিযোগ করে ওই সময় তালহা ও ইমন তাদের সমর্থকদের নিয়ে মিছিলে হামলা ও মারধর চালায়।

ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান আরাফাত বলেন, ‘কর্মীসভাকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল বের করলে ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির, তালহা ইসলাম ও ইমন খলিফার নেতৃত্বে হামলা ও মারধর করা হয়।’

অভিযোগের বিষয়ে তালহা ইসলাম বলেন, ‘আরাফাত আমাদের সক্রিয় কর্মী নন। কিন্তু হঠাৎ উড়ে এসে জুড়ে বসেই তিনি পদ-পদবী পেতে চান। ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের নিয়ে ছাত্রলীগের মিছিল করায় আমরা তাদেরকে ধাওয়া করেছি। মারধরের অভিযোগ সঠিক নয়। তারা দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন।’

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পাপেল মাহমুদ বলেন, ‘ঘটনাটি ন্যাক্কারজনক। খবর পেয়ে আহতদের দেখতে আমরা হাসপাতালে গিয়েছি। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন,‘এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।