লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকান সিলগালা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দির্ঘদিন ধরে উপজেলার রায়পুর শরহসহ ৩৫ টি হাট বাজারের স্থানে পাম্প ও পেট্রোলের দোকানে অতিরিক্ত দামে ভোক্তাদের পেট্রোল সরবরাহ করছে অসাধু ব্যাবসায়ীরা। এর প্রেক্ষিতে সোমবার বিকালে (২ অক্টোবর) পৌরসভার কয়েক স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় রায়পুর নতুনবাজারে সুমন দেওয়ান নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং দোকান সিলগালা করা হয়। এছাড়াও পীরবাড়ীর সামনের মার্কেটের মাহফুজকে ২০ হাজার টাকা , বাসটার্মিনাল এলাকার মতিন ট্রেডার্সের রাজুকে ৩০ হাজার ও শহরের সোহেলের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করায় এই দণ্ড প্রদান করা হয় বলে জানান সহকারি কমিশনার ভূমি রাসেল ইকবাল।
এসময় নতুনবাজারে এতিমখানার সামনের আল আমিন ট্রেডার্সের সকল কাগজপত্র সঠিক থাকায় সুন্তোষ প্রকাশ করেন ভ্রার্ম্যমান আদালত।
এসময় বিএসটি আই, মেঘনা, যমুনা অয়েল কোম্পানির মার্কেটিং অফিসার ও পুলিশ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাসেল ইকবাল আরো জানান, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে। তবে বিভিন্ন এলাকায় এখনও পেট্রোল ও অকটেনের সংকট দেখিয়ে সরবরাহ বন্ধ বা অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।