amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুট

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে এক দুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব সাগরদী গ্রামের চেরাগ আলী হাজী (নোয়া বাড়িতে) ফজলুল করিমের ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।

এ সময় অজ্ঞাতপরিচয় চোরের দল দুবাই প্রবাসীর ঘর থেকে ৮ ভরি সোনার অলঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, ৩টি কম্বল, ও মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রায়পুর থানা পুলিশের একটি টিম।

ক্ষতিগ্রস্থ দুবাই প্রবাসী ফজলুল করিমের মেয়ে শামছুন নাহার বলেন, গত ১৬ (সেপ্টেম্বর) শনিবার আমরা আমাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ঐ রাতে অজ্ঞাতপরিচয় চোরেরা আমাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ডুকে আলমিরা ও শোকেস ভেঙ্গে ৮ ভরি সোনার অলঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, ৩টি কম্বল, ও মুল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এই বিষয়ে আমরা প্রশাসনের সহযোগীতা চাই।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়–য়া জানান, ৯৯৯-এ প্রবাসীর বাড়িতে চুরির খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনায় পুলিশ তৎপর রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।