কুমিল্লা,ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কিছু জেলায় ভারত সরকার কর্তৃক অবৈধ ভাবে বাঁধ খুলে দিয়ে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১০০টি পরিবারকে পশ্চিম সাগরদী অনলাইন ফোরাম’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জানা যায় রায়পুর উপজেলার ৭নং বামনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে পানি বন্ধী প্রায় ১০০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। যেখানে ছিল প্রয়োজনীয় শুকনো খাবার এর পাশাপাশি খাবার সেলাইন এবং জরুরি ঔষধ সামগ্রী।
ফোরাম’র সাংগঠনিক সম্পাদক কাউসার দেওয়ার এর উদ্যোগে এমন মানবিক কাজে আরো উপস্থিত ছিলেন আতিক,জাহেদ,ফখরুল,শাহীন সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ
পশ্চিম সাগরদী অনলাইন ফোরাম’র সভাপতি রাজু আহমেদ বলেন,পশ্চিম সাগরদি আমাদের নিজ গ্রাম,এই কঠিন দুর্যোগ সময়ে নিজ গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের একান্ত দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছি। তারই ধারাবাহিকতায় আমরা,প্রথম ধাপে ১০০ টি পরিবারকে ফোরামের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে বন্যা পরবর্তী সময়ে অসহায় পরিবারের পুনর্বাসনের কথাও জানান তিনি। সবশেষে তিনি এমন উদ্যোগ যারা বাস্তবায়ন করেছেন সেসকল সদস্যদের ধন্যবাদ জানান এবং এমন মানবিক কাজে আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।