লক্ষ্মীপুরের রায়পুরে আয়েশা সিদ্দিকা হাফসা (২৪) পল্লী বিদ্যুৎ বিলিং শাখার কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধায় (১৭ জুন) শহরের সিনেমা হল রোডের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ। এঘটনায় রাত ৯টায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।
নিহত আয়েশা সিদ্দিকা হাফসা (২৪) রায়পুরের পাশ্ববর্তী রামগন্জ উপজেলার দাশপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে এবং রায়পুর পল্লী বিদ্যুৎ এর ৪ বছর ধরে বিলিং শাখায় কর্মরত ছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, আয়েশা সিদ্দিকা হাফসা ভাড়া বাসায় একাই থাকতেন। তার স্বামী ঢাকায় চাকুরি করেন। সন্ধায় খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। তখন হাফসা শোবার ঘরে ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে হাফসার ঝুলন্ত লাশ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রায়পুর পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদাত হোসেন বলেন, মিটার বিলিং শাখার কর্মী হাফসা বাসায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্য করে। কেন করেছে তা জানা নাই। তার পরিবারই ভালো বলতে পারবেন।
পুলিশ কর্মকর্তা এনামুল হক বলেন, স্বজনেরা বলেছেন কোনো এক বিষয়ে হাফসা বিষণ্নতায় ভুগছিলেন। ঢাকায় চাকুরীরত স্বামীর সাথে ঝগড়া করে আত্নহত্যা করে।তিনি বাসা থেকে নতুনবাজার এলাকায় পল্লী বিদ্যুত অফিসে যাতায়াত করতেন।