amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৭ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে ১৫’শ পিস ইয়াবা সহ মাইকেল গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
অক্টোবর ৭, ২০২৩ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে রাযপুর উপজেলার কুখ্যাত মাদক সম্রাট নামে পরিচিত মো. দেলোয়ার হোসেন মাইকেল (৩৬) কে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজোর বামনী ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয় তাকে। এসময় তার কাছ থেকে মাদক বিক্রি ১০ হাজার টাকা ও ২’শ গ্রাম গাজাও পাওয়া যায়। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া।

জানা গেছে, সোমবার রাতে থানার এসআই মাহমুদুল হাসান ইরফান সঙ্গীয় ফোর্স নিয়ে বামানী ইউনিয়নের কবির হাট এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে মাদক ব্যবসায়ী মাইকেল ট্যাবলেট বিক্রি করার সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার হন। কুখ্যাত এ মাদক সম্রাট মাইকেলের বিরুদ্ধে থানায়
ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।

রায়পুর থানার ওসি তদন্ত মো. সামছুল আরেফিন বলেন, কুখ্যাত মাদক সম্রাট মাইকেল দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে রায়পুর, রামগঞ্জ ও সদর থানায় ১০টি মামলা রয়েছে। অন্যান্য জেলাতেও একাধিক মাদক মামলা আছে। ফের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আরও একটি মামলা দিয়ে আদালতের মাধ্যমে আসামী মাইকেলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।