লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার বিকাল ৩ টায় ৬নং ওয়ার্ডের রায়পুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট।
এছাড়াও উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার রিংকু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, সহ-সভাপতি আইনুল কবির মনির, আওয়ামী লীগ নেতা কাউন্সিলর ইউসুফ হোসেন, শরিফ হোসেন খোকন, নাসির উদ্দীর রাসেল, আব্দুল কাদের রিয়াজ মুন্সী, ইসমাঈল মাহমুদ পাটোয়ারী, আলমগীর হোসেন অশ্রু, জহির হোসেন পাটোয়ারী, আক্তার মিজি, রুমান হোসেন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, আসাদুজ্জামান সোহাগ, মোতালেব ভূইয়া, আলী হায়দার রাসেল পাঠান, বাবুল পাটোয়ারী, আবু সাইদ মিনার, সোহেল হোসেন মিয়াজী, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোমিন ভূইয়া, ছাত্রলীগ নেতা তানভীর হোসেন পাটোয়ারী, সিফাত ভূইয়া, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা আক্তার বিউটি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকায়, রাস্তা-ঘাট হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, স্কুল কলেজ করেছে, ফায়ার সার্ভিস হয়েছে, চিকিৎসার মান বেড়েছে, ঘরে ঘরে বিদ্যূৎ দিয়েছে, কৃষক বিনা পয়সায় সার -বীজ পায়, ছাত্র-ছাত্রীদের মাঝে বছরের প্রথম দিন বই পৌঁছায়, রায়পুরে শিশু পার্ক হয়েছে, সরকারী পাঠাগার হয়েছে, স্টেডিয়াম হবে, মডেল মসজিদ হবে, মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে, মা-বোনেরা ভাতা পাচ্ছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, দেশের উন্নয়ন হচ্ছে। ২০২৪ সালে জনগনের ভোটে আওয়ামী লীগ আবারো সরকার গঠন করবে। পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাঈদ জুটন তার বক্তব্যে বলেন, দেশ ডিজিটাল হয়েছে, দেশের উন্নয়ন হচ্ছে অতীতের সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়ে নেতা-কর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি আহবান করেন। জনগনের ভোটে আবারো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোতালেব ভূইয়া, সঞ্চালনা করেন ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাঃ সম্পাদক বাবু সুবাস রায়।