amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাসুলুল্লাহ (দ.) এঁর সুন্নতকে পুনরুজ্জীবিত করে আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন কাগতিয়া দরবার

আবদুল মোতালেব জুয়েল
অক্টোবর ৮, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ও হযরত গাউছুল আজম (রা.) স্মরণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের হাটহাজারী–ফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে হাটহাজারী নজুমিয়া হাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে গত (৮ অক্টোবর) রবিবার বাদে আসর হতে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।

নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। এতে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব,আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, প্রমুখ।

এসময় মাহফিলে বক্তারা বলেন,মানুষ দুনিয়ার মোহে প্রলুব্ধ হয়ে আখিরাতের প্রতি উদাসীন হয়ে আছে। ধর্মীয় মূল্যবোধ ভুলে গিয়ে প্রকাশ্যে বিভিন্ন পাপাচারে লিপ্ত। মানুষকে হেদায়তের পথে ফিরিয়ে আনতে প্রয়োজন সঠিক দ্বীন-ইসলামের অনুশাসন, রাসুলুল্লাহ (দ.) এঁর সুন্নতের অনুসরণ, নবীজির আদর্শের বাস্তবায়ন। হযরত গাউছুল আজম (রাদি.) এঁর প্রতিষ্ঠিত এই তরিক্বতের অনুশীলনের মাধ্যমে মানুষ তাকওয়া, তাওয়াক্কুল, পরহেজগারিতা অর্জন করে, ইবাদাত-রিয়াজতে একাগ্রতা সৃষ্টি হয়, অন্তরে রাসুলুল্লাহ (দ.) এঁর মুহাব্বত নিয়ে দৈনিক ১১১১ বার দরুদে মোস্তফা পাঠ করে। মানুষকে হেদায়তের পথে পরিচালিত করার জন্যে তিনি আজীবন কঠোর সাধনা করেছেন।

সাংগঠনিক ভাবে তরিক্বতের কার্যক্রম পরিচালনা করে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বারণ করার জন্যে প্রতিষ্ঠা করেছেন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। বর্তমানে তাঁরই একমাত্র প্রতিনিধি মাননীয় মোর্শেদে আজম এই তরিক্বতের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছেন, নবীজির বাতেনী নূর প্রদানের মাধ্যমে মানুষের মাঝে রুহানিয়্যত বিকশিত করেছেন। রাসুলুল্লাহ (দ.) এঁর সুন্নতকে পুনরুজ্জীবিত করে আদর্শ সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। সমাজ থেকে পাপাচার নির্মূল করে মানুষকে আল্লাহ ও রাসুলের পথে পরিচালিত করছেন। তাই বর্তমান সময়ে এই তরিক্বতের অনুশীলন যেন যুগের চাহিদা।

পরিশেষে দেশ-জাতির উন্নতি-অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মিলাদ-কিয়াম শেষে মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।