amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে যুবক হত্যা মামলায় বউ-শাশুড়ি গ্রেপ্তার

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
জানুয়ারি ১৮, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে যুবক হারুনুর রশিদ (৩২) হত্যা মামলায় বউ-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্বশুর বাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগে বুধবার সকালে (১৮ জানুয়ারি) এ মামলা করেন নিহতের বোন জোৎস্না আক্তার (২৮)। ওই মামলায় যুবকের স্ত্রী আমেনা আক্তার বৈশাখী (১৯), ভায়রা ভাই মোঃ জুয়েল (৩০) ও শাশুড়ি খুকি বেগমকে (৪৮) আসামী করা হয়েছে।

এ ঘটনায় আটক থাকা বৈশাখী ও খুকী বেগমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে লক্ষ্মীপুর আদালতে পাঠায় রায়পুর থানার পুলিশ। নিহতের মায়ের অভিযোগ, শ্যালিকার মেয়ের জন্মদিনে দাওয়াত খেতে ডেকে নিয়ে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়।

রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজীমারা মুনছুর দরবেশের বাড়ি থেকে গত মঙ্গলবার হারুনের লাশ উদ্ধার করে পুলিশ। এটি নিহত হারুনের শ্বশুর বাড়ি। তিনি ল²ীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের গোড়া হামিদের বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ‘ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক থাকা আমেনা আক্তার বৈশাখী ও খুকি বেগমকে আদালতে পাঠানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।