amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৭ মে ২০২৩

‘রিথিংক মবিলাইজেশন’ প্রতিপাদ্যে জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ- ২০২৩ পালিত

মুক্তকণ্ঠ ডেস্ক:
মে ১৭, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

৭ম জাতিসংঘ বৈশ্বিক নিরাপদ সড়ক সপ্তাহ- ২০২৩ এর প্রতিপাদ্যে সংহতি প্রকাশের মাধ্যমে নিরাপদ সড়কের দাবি জানিয়েছে ঢাকা আহছানিয়া মিশন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘রিথিংক মবিলাইজেশন’।

বুধবার (১৭ মে) রাজধানীর মিরপুর মাজার রোড এলাকায় ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এক মানবন্ধনে এই দাবি জানানো হয়।

মানবন্ধনে আরও কিছু দাবি জানায় ঢাকা আহছানিয়া মিশন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- সড়কে মোটরযানের সর্বোচ্চ গতি নির্ধারণ, মানসম্মত হেলমেট নিশ্চিত করা এবং পরিবহনে শিশুদের উপযোগী আসন ব্যবস্থা নিশ্চিত করা। পাশাপাশি সড়ক পথচারীবান্ধব করার দাবি জানানো হয়। ঢাকা আহসানিয়া মিশনের সঙ্গে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ, ব্র্যাক, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আরবান প্রাইমারি সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের প্রতিনিধিরা যুক্ত হয়ে এই সংহতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সড়কে যেসব দুর্ঘটনা ঘটে তার অধিকাংশই গতির কারেণ ঘটে থাকে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৫ থেকে ১৯ বছর বয়সের শিশু ও তরুণদের মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।