amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রেল পুলিশের আক্রোশে’ রেল কর্মচারি হাসপাতালে!!

এম রাসেল সরকার::
এপ্রিল ২৯, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

তুচ্ছ ঘটনার জের ধরে রেওয়ের পুলিশ ও কর্মচারির মধ্যে বাকবিতন্ডা মারামারির পর্যায়ে গড়িয়ে বেশ গরম অবস্থায় দাড়িয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কমলাপুর স্টেশনের এঘটনায় দুই ভাইসহ আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তও করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সূত্রে জানা গেছে, অগ্নিবীণার একটি আসন দখল নিয়ে রেলের এক কর্মচারি ও রেলেই এক পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতি, এরপর লাঠিপেটা পর্যন্ত গড়ায়।

পুলিশ ও কর্মচারি উভয়েরই সহযোগিরা যুক্ত হওয়ায় ঘটনাটি বেশ মারাত্বক রুপ নেয়। এ সময় ক্ষুব্ধ পুলিশের লাঠির আঘাতে রেল কর্মচারি আপন দুই ভাই আসাদুজ্জামান রায়হান ও অহিদুজ্জামান রবিনসহ বেশ কয়েকজন আহত হন। তারা রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। আর এতে ক্ষুব্ধ রেলওয়ে শ্রমিকরা শনিবার সকালে কমলাপুর স্টেশনে কয়েক দফা মিছিলও করেছেন। এ ঘটনায় রেল শ্রমিকলীগের সভাপতি এডভোকেট হুমায়ূন কবির ও তুবা সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ সহ সম্মিলিত নেতাকর্মীরা এর নিন্দা ও সুষ্ঠ বিচার দাবির বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে কর্মচারিদের মারধরের অভিযোগে আব্দুর রাজ্জাক ও জুলহাস নামের দুই কন্সটেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এব্যপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

খোজ নিয়ে জানা গেছে, ওই দিন অগ্নিবীণায় একটি টিকেটসহ আসন নেয়া কর্মচারি রায়হান-বরিন পরিবারের এক সদস্যকে সরিয়ে ওই পুলিশ সদস্যদের একজন তার নিচের লোক বসাতে চেস্টা করেন। আর তা নিয়েই এ অনাকাঙ্খিত ঘটনাটির সূত্রপাত হয়। এরপর উভয় পক্ষের লোকজন জড়ে হয়ে পরিস্থিতি গরম করলে এপর্যায়ে দাড়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।