amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৬ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রয়্যালসকে হারিয়ে ফাইনালে বোস্টন ইয়াংস্টার্স

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ৬, ২০২২ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

গ্রুপ পর্বের দশ ম্যাচের মধ্যে সবকয়টি জিতে ফাইনালে উঠেছে বোস্টন ইয়াংস্টার্স স্পোর্টস ক্লাব। সর্বশেষ রয়্যালস ক্লাবকে সেমিফাইনালে ৭০ রানে হারিয়ে জয়লাভ করে ক্লাবটি। যুক্তরাষ্ট্রের লিনফিল্ডে এই খেলা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের আদলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট টিম ছিল ৬ টি৷ গ্রুপপর্বে প্রত্যেক টিমের সঙ্গে দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলায় বোস্টন ইয়াংস্টার্স স্পোর্টস ক্লাবের দুইজন খেলোয়াড় সেঞ্চুরি করেন। তারা হলেন, আহমেদ হাবিব, জিয়া উদ্দিন।

এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেন নাঈম আহমেদ। সর্বোচ্চ রান করেন আহমেদ হাবিব। খেলায় বোস্টন ইয়াংস্টার্সের অধিনায়ক ছিলেন তানজিম ফুয়াদ।

প্রত্যেক খেলায় বিপুল সংখ্যক বাংলাদেশী দর্শক ছিলেন। ম্যাসাসুসেটস এর সিনিয়র বাংলাদেশীরাও খেলা দেখতে আসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।