amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৭ মে ২০২২

লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

মোহাম্মদ ইরফানুল ইসলাম
মে ২৭, ২০২২ ৬:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি: রনি মজুমদার
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুস্টিত হয়েছে। ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হয়।

উৎসাহ উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দেয় সবাই। ভোট গননা শেষে ম্যানেজিং কমিটি নির্বাচন এ সর্বোচ্চ ভোট পায় শামছুল আলম পিন্টু ৪৭৬। ২য় হয় হুমায়ুন কবির হিমু ৪২১ ভোট। ৩য় হয় শাহ এমরান হোসেন ৪১২ ভোট পেয়ে এবং ৪র্থ হয় মোঃ দেলোয়ার হোসেন ৩৯৪ ভোট পেয়ে। অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়ার মান এবং স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনতে ভোট দিয়ে জয়যুক্ত করেন প্রার্থীদের।

নির্বাচনে জয়ীদের কাছে এলাকাবাসীর প্রত্যাশা নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।