লক্ষীপুরে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।গতকাল শনিবার (২৪ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার আখন্দ বাজার জমি সংক্রান্ত বিষয় নিয়ে দু ভাইয়ের মধ্যে দন্ধ থাকায় বড় ভাই কালু বেপারী ছোট ভাই জাকির ব্যাপারীর উপর ভাড়া করা সন্ত্রাসী দিয়ে ভয়াবহ হামলা করার অভিযোগ করেন ভূক্তভোগীর পরিবার।
এসম দেশীয় অস্ত্র দা,চেনি ও চুরি নিয়ে সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ছোটভাইয়ের মাথায় আঘাত করে। ছোট ভাইয়ের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে সন্ত্রাসী বাহিনী সহ বড় ভাই পালিয়ে যায়।
এলাকা বাসীর সহযোগিতায় আহত জাকির ব্যাপারীকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত ঢাকা নিয়ে যাওয়ার কথা বলেন।
সন্ত্রাসী বাহিনীর এলোপাতাড়ি আঘাত এর কারণে তার অবস্থা খুবই আশঙ্কা জনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে মামলা প্রক্রিয়াধীন আছে।