amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৪, ২০২২ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) ভোর সোয়া ৪ টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃতদেহ ওই হাসপাতালের মর্গে রাখা আছে। পুলিশ অজ্ঞাত নারীর স্বজনদের খুঁজছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল জানান, রাত আড়াইটার দিকে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের রাখালিয়া বাজারের উপর অনুমান ২৭ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। পরে রায়পুর থানা পুলিশ ওই নারীকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

তিনি আরও জানান, মৃত নারীর নাম ঠিকানা কিংবা আত্নীয়-স্বজনের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ওই নারীর আত্নীয়-স্বজনের সন্ধান পেয়ে থাকে তাহলে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করেন। অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) ০১৩২০-১১১৯৭৬ ও ডিউটি অফিসার (লক্ষ্মীপুর মডেল থানা)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।