amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লরির চাপে দুমড়েমুচড়ে গেলো প্রাইভেটকার, অলৌকিক বেঁচে গেলেন ৬ যাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি::
আগস্ট ৫, ২০২৩ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি লরি উল্টে পড়েছে। এতে অলৌকিকভাবে চালকসহ ৬ যাত্রী বেঁচে গেলেন। তবে সবাই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

শনিবার (৫ আগস্ট) সকালে প্রবাস ফেরত স্বজনদের নিয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার সময় এ দুর্ঘটনার কবলে পড়েন। আহতদের বাড়ি ফটিকছড়িতে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর চাপাপড়া প্রাইভেটকারের ভেতরে থাকা মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি ভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায় একটি লরি। সেটি পাশের লেনের একটি প্রাইভেটকারের ওপর গিয়ে উল্টে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থেকে ছেড়ে আসা একটি লরি ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে উল্টে একটি প্রাইভেট কারের ওপর পড়লে এ দুর্ঘটনা ঘটে। কন্টেইনারের চাপা পড়ে গাড়িটি দুমড়েমুচড়ে গেলেও চালকসহ ৬ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

খবর পেয়ে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন। সামান্য আহত ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।