নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লুমিনারি’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। আজ শুক্রবার(২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ১১০ জন শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির সদস্যদের ধন্যবাদ ও প্রশংসা করেন। সেই সাথে এমন একটি ভাল কাজের আয়োজন করায় এবং সমাজের জন্য নিজেদেরকে আরো বেশী নিয়োজিত করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ‘লুমিনারি’ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৫ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটিতে তালিকাভুক্ত ১২০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ৩৫ জন স্বেচ্ছাসেবী রয়েছেন।