amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লুমিনারির শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ উপহার পেল সুবিধাবঞ্চিত ১১০ শিশু

নোবিপ্রবি প্রতিনিধি:
জানুয়ারি ২১, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘লুমিনারি’ এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। আজ শুক্রবার(২০ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় এলাকার সুবিধাবঞ্চিত ১১০ জন শিশুর মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের উপদেষ্টা শফিকুল আলম স্বেচ্ছাসেবী সংগঠন লুমিনারির সদস্যদের ধন্যবাদ ও প্রশংসা করেন। সেই সাথে এমন একটি ভাল কাজের আয়োজন করায় এবং সমাজের জন্য নিজেদেরকে আরো বেশী নিয়োজিত করতে সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ‘লুমিনারি’ স্বেচ্ছাসেবী সংগঠনটি ২০১৫ সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংগঠনটিতে তালিকাভুক্ত ১২০ জন সুবিধাবঞ্চিত শিশু এবং ৩৫ জন স্বেচ্ছাসেবী রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।