amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
জুন ৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ, লৌহজংয়ে ইউপি মেম্বারের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গাওদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার ইকবাল সিকদার (ইকবাল মেম্বার) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। তিনি পশ্চিম বুরুদিয়া গ্রামের সরদার বাড়ী হইতে রাজ্জাক শেখের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ করতে গিয়ে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

৫ জুন সোমবার সরজমিনে দেখা যায়, বর্ষা মৌসুমে ডুবে যাওয়া কাঁচা রাস্তাটি গাওদিয়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে সংস্কারের দায়িত্ব পান ইকবাল মেম্বার । ভ্যাকু দিয়ে মাটি মাটি তোলার জন্য রাস্তার দুই পাশে থাকা ছোট-বড় প্রায় অর্ধশতাধিক গাছ কেটে ফেলে। কিছু গাছ গোড়া থেকে না কেটে মাঝামাঝি ভেঙে ফেলা হয়। রাস্তার পাশের কৃষিজমি থেকে অপরিকল্পিতভাবে মাটি তুলে রাস্তা সংস্কার করায়, ক্ষতি হয়েছে কৃষি জমির ও।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ঝরনা বেগমের কোন আপত্তি না থাকলেও, নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান ইকবাল শিকদার ওরফে ইকবাল মেম্বার এর স্বেচ্ছাচারিতায় যখন যা খুশি করে থাকেন ও তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ কথা বলে না, এর আগে প্রতিবাদ করে বিভিন্নজন বিভিন্ন রকম হয়রানির শিকার হয়েছে, এমন নজির আছে। ইকবাল মেম্বার এবং তার বড় ভাই শাহাদাত হোসেন এর নেতৃত্বে শাহীন কালু, চান্দু সহ আরো কয়েকজনকে দিয়ে কাজকর্ম করিয়ে থাকেন। গণমাধ্যমকর্মীরা সরোজমিনে অনুসন্ধানে গেলে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে আইন প্রয়োগকারী সংস্থার কাছে মৌখিক অভিযোগ করেছেন বলে জানা যায়, এছাড়াও পূর্ব বুরুদিয়া গ্রামের এক গণমাধ্যমকর্মীকে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা সহ হুমকি-ধামকির খবর পাওয়া যায়।

প্রশাসনের অনুমতি ছাড়া কেন গাছ কাটলেন প্রশ্নের জবাবে ইউপি সদস্য ইকবাল সিকদার বলেন, জনস্বার্থে রাস্তা নির্মাণ করেছি। তবে গাছ কাটার বিষয় ও অপরিকল্পিতভাবে কৃষিজমির মাটি কাটার ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি তিনি। গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং গণমাধ্যম কর্মীকে বাড়ি থেকে উৎখাত ও হুমকি-ধামকির বিষয়গুলো সম্পন্ন সম্পূর্ণ অস্বীকার করেন।

অনুমতি ছাড়া সরকারি রাস্তার পাশের গাছ কাটা প্রসঙ্গে উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম খান বলেন, লোক পাঠিয়ে খোঁজ নিবো। ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেলে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।