(৩১ মে) বুধবার সকাল ৯.১০ মিনিট, মুন্সিগঞ্জ, লৌহজং, হলদিয়া বড় বাড়ির সামনে থেকে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে লৌহজং থানা পুলিশ, এ সময় তাদের বহনকারী সিএনজি জব্দ করা হয়।
ঘটনার বিবরণীতে লৌহজং থানার এসআই মোস্তফা কামাল বলেন। ৩১ মে বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে কনকসার বাজারে ডিউটি রত কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সিএনজিতে করে কিছু লোক হলদিয়া বড় বাড়ির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। তাৎক্ষণিক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ঘটনার সত্যতা যাচাই বাছাই করিয়া, লৌহজং থানা অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্স এএসআই শাহাবুদ্দিন, এএসআই মো. হোসেন আলী কে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হই, আমাদের দেখিয়া আসামিরা পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় তাদের আটক করি।
ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের কথার অসংগতি খুঁজে পাই, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদক বহনের কথা স্বীকার করে, এসময় তাদের দেখিয়ে দেওয়া জায়গা সিএনজির সিটের পিছনে থেকে কাগজে মোড়ানো গাঁজা উদ্ধার করে মো. রাজা (৪৭) মনা, মনা ড্রাইভার (৪৩) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে লৌহজং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, লৌহজং থানা এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অফিসাররা সর্বদা সতর্ক এবং তৎপর, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না, হোক সে মাদকব্যবসায়ী, মাদকসেবী অথবা প্রশ্রয় দানকারী, এক এক করে সবাইকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না।
মাদক একটি জাতীয় সামাজিক ব্যাধি, মাদকসহ যে কোন ব্যাপারে লৌহজং বাসিকে তথ্য দিয়ে আমাদের কে সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছি।