amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পাঁচদিন পর ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক::
জুন ৪, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের পাঁচদিন পর আতিক বেপারী (২০) নামের ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। ৩ জুন, শনিবার ভোর ৭টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।

আতিক উপজেলার ঘোড়দৌড় গ্রামের সাগর বেপারীর পুত্র। তিনি উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনরা জানান, মঙ্গলবার ঢাকার ইসলামপুরে নিজ বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গুরুত্বর আহত হন আতিক। ডাক্তার জানায় আতিকের শরীরের ৭৫ শতাংশ পুঁড়ে যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে পাঁচদিন পর শনিবার ভোরে আতিক হাসপাতালে মারা যায়। ঐদিন বাদ মাগরিব ঘোড়দৌড় বাজার জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে তাকে মালিঅংক কবরস্থানে দাফন করা হয়েছে। আতিকের মৃত্যুতে লৌহজংয়ের সর্বস্থরের জণসাধারণ শোক প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।