মুন্সিগঞ্জের, জাতীয় পার্টির লৌহজং উপজেলা কার্যালয়ে ১৪জুলাই (শুক্রবার) বিকেল ৪ টায়, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, দোয়ার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
হাজী রুহুল আমিনের সঞ্চালনায়। মো. জানাল হোসেনের সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. গোলাম কাদির । জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন। আব্দুল মোতালেব, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য, রকিবুল্লাহ সেলিম। বীর মুক্তিযোদ্ধা, গোলাম কাদের। মুন্সিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি, আসাদুজ্জামান বাবুল। টঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি, দেলোয়ার হোসেন খান বাদল। গজারিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হান্নান খান। সানাউল্লাহ। ইসমাইল হোসেন রাহাত সহ জাতীয় পার্টি অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।