amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে মাদক সন্ত্রাস ও বাল‍্য বিবাহ বিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
জুন ৩, ২০২৩ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা কনকসার চরলক্ষীকান্ত পুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠে ২ জুন শুক্রবার বিকেলে দিশারী সংঘের আয়োজনে মাদক সন্ত্রাস ও বাল‍্য বিবাহ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ অধ‍্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

এসময়ে তিনি তার বক্তব্যে বলেন,একটি মেয়ে ও ছেলে সন্তানের জন্য পিতা মাতা অনেক কষ্ট করেন। নেশা,মাদক দ্রব‍্য ছেড়ে মুসলিম দের কুরআন পড়তে পরামর্শ দেন। এ সময় তিনি প্রশ্ন করেন নেশা কি বেতন বাড়িয়ে দিবে, ঘর তৈরি হয়ে যাবে।এছাড়া তিনি বলেন যুবকরা তোমাদের কাছে অনুরোধ নেশা ছেড়ে সাভাবিক জীবন আসো। মায়েরদের কাছে অনুরোধ করেন মেয়েকে লেখা পড়া শিখে বড় হতে দিবেন।১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না।
এসময় তার বক্তব্যে পদ্মার নদী ভাঙন ও বালু দস্যুদের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের সরাসরি অভিযানের মাধ্যমে ব‍্যবস্থা গ্রহণ করতে। তবে নেতা-কর্মীদের নদীতে নামার আগে প্রস্তুতি নিয়ে নামতে বলেছেন।সাংবাদিকদের তথ‍্য দিয়ে বালু দস্যুদের বিরুদ্ধে প্রতিবেদন করতে অনুরোধ করেন।কনকসার মাদক মুক্ত করার নির্দেশ দেয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আউয়াল,লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দল্লাহ আল তায়াবীর, লৌহজং উপজেলা আওয়ামী যুগ্ন সাধারণ সম্পাদক বি এম শোয়েব, মেহদী হাচান, শেখ মো.আনোয়ার হোসেন, মো.জাকির হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, আবু ফয়সাল নিপু ফকির, আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আভা খানম ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার,লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান খান সাজু,কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, লৌহজং বিআরডিবি চেয়ারম্যান মো.মনির হোসেন মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম মোল্লা, কনকসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বিদ‍্যুৎ আলম মোড়ল।

দিশারী সংঘের সভাপতি নূরনবী বেপারী মোস্তাক এর সভাপতিত্বে ও দিশারী সংঘের সাধারণ সম্পাদক মো.মিঠু খানের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.মাসুম আহমেদ পিন্টু ও সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব, প্রমুখ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।