মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামের ভালোবাসার টানে ঘর ছেড়ে সোনালী বাড়ৈ নামের এক কিশোরী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার বর্তমান নাম আয়েশা আক্তার।
জানা গেছে, সোনালী বাড়ৈ বৌলতলী গ্রামের স্বপন বাড়ৈর মেয়ে। অন্যদিকে এ বিষয়ে মেয়ের বাবা বাদী হয়ে ১৩/০৬/২০২৩ ইং তারিখে লৌহজং থানায় অপহরণ মামলা দায়ের করেন।
লৌহজং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর এর নিদের্শে এস আই বিল্লাল হোসেন ও এক দল চৌকস পুলিশ অফিসার এবং সঙ্গীয় ফোর্স নিয়ে সাত দিন রুদ্ধশ্বাস অভিযানে ভিকটিমকে উদ্ধার করে লৌহজং থানা পুলিশ ।
সোনালী বাড়ৈ ওরফে (আয়েশা আক্তার) কে লৌহজং থানা পুলিশ মুন্সিগঞ্জ বিচারিক আদালতে উপস্থাপন করিলে আয়েশা আক্তারের আইনজীবীর মাধ্যমে তার জন্ম সনদ, ধর্মান্তরিত ও বৈবাহিক দলিলাদি উপস্থাপন করলে। আদালত আয়েশা আক্তারে কে নিজ জিম্বায় যাওয়ার আদেশ দেন । বর্তমানে আয়েশা আক্তার তার স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি অবস্থান করছে।