amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজং নওপাড়া উত্তর গাঁওয়ে খাল খনন কাজের উদ্ধোধন

নিজস্ব প্রতিবেদকঃ
জুন ৭, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খাল বাঁচাও, কৃষক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে, মুন্সিগঞ্জ, লৌহজং, বৌলতলী ইউনিয়নের, নওপাড়া উত্তর গাঁও গ্রামে জলাবদ্ধতা নিরসন ও কৃষি জমিতে সেচের জন্য খাল খনন এর উদ্যোগ নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় ৭ জুন (বুধবার) ১ কিলোমিটার দৈর্ঘ্যের ১৮ ফুট প্রস্থ এবং ৬ ফুট গভীরতা করার জন্য এই খাল খননের কাজ উদ্বোধন করা হয়।

কৃষকদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে গত ৬ জুন মঙ্গলবার উত্তর গাও পরিদর্শনে আসেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল আউয়াল।পরিদর্শন শেষে তিনি বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার কে নির্দেশ দেন অতি দ্রুত এই খালটি খননের জন্য। নির্দেশনার একদিন পরই ৭ জুন বুধবার সকাল সাড়ে দশটায় গ্রামবাসী দের সঙ্গে নিয়ে খাল খননের কাজ শুরু করেন বৌলতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান হাজী আব্দুল মালেক শিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন স্বপন মোড়ল, সাইফুর রশিদ চৌধুরী অসীম, মো. মোক্তার হোসেন মোড়ল, রফিকুল ইসলাম বেপারী, মো. মিজান মোড়ল, ইউপি সদস্য ইউসুফ ফরাজী, মোক্তার হোসেন খান, স্বরাজ হাওলাদার, হারুন সরদার, আলাউদ্দিন শিকদার, রিপন তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।