২৫ জুন (রবিবার) সকালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের বেজগাও ৩ নং ওয়ার্ডে অবস্থিত বেজগাঁও নুরুল আরাবী মহিলা মাদ্রাসার (২০২২-২০২৩ সেশন) কৃতি ছাএীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা দেওয়া হয়।
সাতঘড়িয়া কবরস্থান কমপ্লেক্স মসজিদের খতিব, মাওলানা মুফতি মো. ইকবাল এর সঞ্চালনায়, বেজগাঁও নুরুল আরাবী মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, মাওলানা, ক্বারী, ইমাম হাসানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পয়সা কালিম ও কওমি মাদ্রাসার প্রিন্সিপাল, আলহাজ্ব মাওলানা আহমুদুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালির অংক বাজার মসজিদের খতিব, মাওলানা মুফতি আব্দুর রহমান মাদানী।
আরো উপস্থিত ছিলেন বাইতুল মামুর জামে মসজিদ এর খতিব, মাওলানা, মুফতি, আব্দুর রাজ্জাক। মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবক সহ সম্মানিত বুজুর্গ ব্যক্তিবর্গ প্রমুখ । অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।