amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ এপ্রিল ২০২৩

শরীয়তপুর জেলা স্টুডেন্ট’স এসোসিয়েশন (পদ্মা)র পুনর্মিলনী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, চবি প্রতিনিধি:
এপ্রিল ২৬, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন “শরীয়তপুর জেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন”(পদ্মা)র সাবেক ও বর্তমান ছাত্র- শিক্ষকদের পুনমিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ এপ্রিল) রোজ বুধবার দুপুর ১২:০০ঘটিকায় শরীয়তপুর ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে “এসো স্মৃতির অঙ্গনে,মিলি প্রীতির বন্ধনে”এই স্লোগানে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ। তিনি তার বক্তব্যে বলেন ,”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুরের অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে সকল কাজে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদেকে আত্মনিয়োগ করতে হবে”। তিনি এসোসিয়েশনের সামগ্রিক কর্মকান্ডের প্রশংসা করেন।

সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. সফিকুল ইসলাম(বাহাদুর) , পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ওমর ফারুক , শরীয়তপুর জেলা জজ কোর্টের অ্যাডভোকেট মো. কামরুজ্জামান নজরুল, অ্যাডভোকেট মো. আমির হোসেন, অ্যাডভোকেট মো. জাকির হুসাইন(দুলাল) , অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম সজীব ,মোহাম্মদ বিল্লাল হোসেন (প্রতিষ্ঠাকালীন সভাপতি),আসাদ মৃধা (সা. সভাপতি)।

অনুষ্ঠানে সাবেক ও বর্তমান অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সঞ্চালনা করেন সাবেক সভাপতি শফিকুল ইসলাম (শাওন)।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহিদুল ইসলাম ,সাধারণ সম্পাদক শরীয়তপুর জেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন।সভাপতিত্ব করেন সৈয়দ আবদুল্লাহ অনিক সভাপতি শরীয়তপুর জেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন (পদ্মা)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।