শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি এবং যুবদল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।বাহরাইনের রাজধানী মানামা আল-জারিয়া রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আহসান উল্লাহ মাসুদের সঞ্চালনায় ও বাহরাইন কেন্দ্রীয় বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপি সাবেক সিনিয়র উপদেষ্টা ইউসুফ হোসেন সেলিম, গেস্ট অফ অনার বিএনপি বাহরাইন শাখার সাবেক সহ-সভাপতি হাজী বিল্লাল হোসেন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপি শাখার সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন বিএনপি শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদ এম বি জালাল উদ্দিন, বাহরাইন কেন্দ্রীয় যুবদল আহবায়ক কমিটি আহ্বায়ক মোস্তাক আহমেদ, বিএনপি নেতা মাসুদ আলম, তোফায়েল পাটোয়ারী, বাহরাইন যুবদল আহবায়ক কমিটি যুগ্ন আহ্বায়ক জিয়া আল-মামুন, সাবেক সহ-সভাপতি জিদ আলী শাখা বিএনপি আবুল কাশেম মিন্টু, আবুল কালাম রাজ, সাখাওয়াত হোসেন সাগর, বোরহান উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন বাহরাইন বিএনপি নেতা ফিরোজ আলম কিরণ
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাসান আহমেদ।