amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল”

অনলাইন ডেস্ক
জানুয়ারি ২০, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া স্মৃতি সংসদ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোসাংগিরী ধুরুংকুল রহমানিয়া বাজারস্থ কার্যালয়ে সভায় সংগঠনের সভাপতি তৌহিদুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য জানে আলম মজুমদার।

বক্তব্য দেন, শাহারিয়ার চৌধুরী, মো. ইকবাল, আমান উল্লাহ চৌধুরী, ফজলুল হক পুতুল, মো. কামাল উদ্দিন, সৈয়দ শামসুদ্দিন, মো. এনাম ও মো. হাসান। মিলাদ-কিয়াম ও আখেরি মুনাজাত পরিচালনা করেন মাওলানা আক্কাছ উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।