amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৬ জুলাই ২০২২

শারজায় প্রথম বাংলাদেশি মালিকানাধীন স্বর্ণের দোকান উদ্বোধন

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুলাই ১৬, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা ব্যবসা খাতে দিনদিন সমৃদ্ধ হচ্ছে। চাকুরির পাশাপাশি ব্যবসায় মনোনিবেশ হওয়ায় আগের তুলনায় আমিরাত থেকে দেশে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন৷ তারই সাথে আমিরাতে বাংলাদেশি প্রবাসীদের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে।

শারজার বাংলাদেশি অধ্যুষিত এলাকায় রোলার কে,এম,ট্রেডিং সেন্টারের নিচ তলায় বাংলাদেশি মালিকানাধীন আল আমিন জুয়েলারির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

উদ্বোধন করেন স্থানীয় স্পনসর তারিক মোহাম্মদ আব্দুল্লাহ, প্রতিষ্টানের পরিচালক শহিদুল্লাহ রাসেল, সত্ত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরী, ইসমাইল গণি চৌধুরী, আরশাদ হোসেন হিরু, সাংবাদিক এস,এম,মোদাচ্ছের শাহ, সেলিম উদ্দিন চৌধুরী, হাজী সেলিম, মোহাম্মদ ইমদাদ, সিরাজদৌল্লা, জানে আলম শিয়ানসহ আরো অনেকেই।

বক্তারা আরও বলেন, বাংলাদেশিদের ব্যার্থতা শুধু নয় সফলতার গল্প ও আছে। বর্তমান অনুকূল পরিস্থিতিতে বাংলাদেশি ব্যবসায়ীরা পিছিয়ে নেই বরং; প্রতিনিয়তই তারা এগিয়ে যাচ্ছেন। এগিয়ে নিচ্ছেন রেমিট্যান্স ও শ্রমবাজারকে। বৃদ্ধি করছেন প্রবাসীদের কর্মসংস্থান।

প্রতিষ্টানের ব্যাবস্থাপনা পরিচালক শহিদুল্লাহ রাসেল বলেন, বেশ কয়েক বছর জুয়েলারি প্রতিষ্ঠানে কাজ করে নিজে প্রতিষ্টানের মালিক হয়েছি। গ্রাহকদের চাহিদা সম্পর্কে আমার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং শারজাতে একমাত্র বাংলাদেশি প্রতিষ্টান হিসাবে বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতা কামনা করছি৷ আমিও যথাসাধ্য চেষ্টা করব সূলভ মূল্যে ভাল জিনিস দেওয়ার জন্য।

প্রতিষ্টানের সত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমিরাত অত্যান্ত ব্যবসায়ী বান্ধব দেশ তাই আমি যুক্তরাজ্য থেকে ব্যাবসার উদ্যেশ্যে আমিরাতে এসেছি। ব্যবসার পাশাপাশি বাংলাদেশিদের কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিই আমাদের মূল উদ্যেশ্য। প্রবাসীদের সহযোগিতা পেলে দেশের সুনাম অর্জনসহ রেমিট্যান্স এ ভাল অবদান রাখতে পারব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।