মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতি বছরের ন্যায় এবারও সমাজে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পঞ্চমালা সংগঠনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।
রমজান মাস উপলক্ষ্যে প্রায় ১০০ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাঝে ইফতার বিতরণ, নগদ আর্থিক সহায়তা ঈদ উদযাপনের জন্য ঈদ উপহারেরও ব্যবস্থা করে ।
ঈদ উপহার হিসেবে – এক কেজি পোলাও চাল , এক কেজি চিনি , এক কেজি পেয়াজ , ১ লিটার তেল এবং একটি সেমাই দিয়ে প্যাকেট তৈরি করা হয় । প্যাকেটগুলো পঞ্চমালার সদস্যরা পৌঁছে দেন শিবচরের আনাচে – কানাচে থাকা সুবিধা বঞ্চিত পরিবারের কাছে পৌঁছে দেন সংগঠনের সদস্যরা । শুধুমাত্র তাদের ঈদটা একটু অন্যরকম করার জন্যই এই প্রয়াস পঞ্চমালার ।
এই ধারা অব্যাহত রাখতে পঞ্চমালার পাশে ছিল গাজী মানব কল্যাণ ফাউন্ডেশনসহ পঞ্চমালা , বাংলাদেশের সকল সদস্যরা । তাদের সকলের সহযোগিতায় খুব সুন্দর ভাবে ভিন্নধর্মী এই আয়োজনটি এবারের ইদে পঞ্চমালার পক্ষ থেকে অসহায়দের হাসি ফোটাতে কাজ করেছে ।