প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র্যালি করেছে উপজেলা যুবলীগ। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শাহরিয়ার হক সজীবের নেতৃত্বে বুধবার (১৭ মে) উপজেলা পরিষদের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে ভালুকা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
শাহরিয়ার হক সজীব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে।
এসময় উপজেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের সহস্রাধিক নেতাকর্মী র্যালিটিতে অংশ নেয়।
এর আগে বাদ যোহর উপজেলার পল্লী বিদ্যুৎ মসজিদে শাহরিয়ার হক সজীবের উদ্যোগে বিশেষ দোয়া ও তবারক বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।