বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
আজ (শুক্রবার ১০ মার্চ) সকাল ১০ টায় এক শোভাযাত্রা বের করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার শিউলী, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাদির হোসেন প্রমুখ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটিসহ অনেকে উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।