amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে সোহাগ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার সন্ধ্যায় ছাত্রীর বাবা ধর্ষণ মামলা দায়ের করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শুভগাছা গ্রামের বাজার এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়।

সোহাগের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি শেরপুরের খামারকান্দি ইউনিয়নে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করেন। মামলার এজাহারে জানা যায়, কাজের সুবাদে সোহাগ ওই স্কুল ছাত্রীর এলাকায় থাকতেন। এজন্য ওই পরিবারের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ওই ছাত্রী শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় সোহাগ তাকে বাড়ির পাশের ফসলি জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এব্যাপারে শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় গতকাল সন্ধ্যায় পরেই অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালমের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।