amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বাড়ির টিউবওয়েল পাড়ে গাঁজা চাষ

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জুন ৪, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে বাড়ির ভিতরে থাকা টিউবওয়েল পাড়ে গাঁজার গাছ চাষ করে অবৈধ গাঁজার ব্যবসা করায় বাড়ির মালিকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানা যায়, গতকাল শনিবার (৩জুন) রাত ৮টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের শরিফ হোসেনের বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ম্যাচকান্দি গ্রামের মৃত রহমান প্রামাণিকের ছেলে শরীফ হোসেন (২২) ও একই গ্রামের মৃত লতিফ প্রামাণিকের ছেলে মো. আরিফুল ইসলাম (২০)।

শেরপুর থানার এসআই হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শরিফ হোসেনের বসতবাড়ির ভিতরে থাকা টিউবওয়েল পাড় থেকে ৫ ফুট উচ্চতার তিনটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এছাড়া তাদের দেহ তল্লাশী করে ২০ পুড়িয়া শুকনো গাজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণরি ১৮ (ক) ও ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।