amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৫ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বিদ্যালয়ের বহুতল ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ১৫, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৫ অক্টোবর (রবিবার) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের বহুতল একাডেমিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর শুভ উদ্বোধন করলেন শেরপুর ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান। এসময় এমপি হাবিবুর রহমান বলেন বর্তমান আওয়ামীলীগ সরকার সবসময় শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, এজন্য শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এটা বাস্তবায়িত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান, অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা,উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ নজরুল ইসলাম, শেরপুর পৌর কাউন্সিলর বদরুল ইসলাম ববিসহ ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।