amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর ইউএনও সানজিদা সুলতানাকে বদলী

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ২৬, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বদলী করা হয়েছে। তার স্থানে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রুমানা আফরোজকে বদলী করা হয়েছে।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত ২৪ আগষ্টের একপত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিন্মবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশের্^ বর্ণিত কর্মস্থলে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী/পদায়ন করা হলো।

এতে সর্বমোট ৭ জনকে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বদলী ও পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, বগুড়ার শেরপুর উপজেলায় ২০২২ সালে ২০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগ দেন সানজিদা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।