বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সকাল ৮.৩০ টায় বাসস্ট্যান্ড দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল প্রভাত ফেরি শেরপুর বাসস্ট্যান্ড থেকে আরম্ভ করে শেরপুর উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়।
সেখানে সকল ভাষা শহীদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মন্টু, আলহাজ্ব শাহ্ জামাল সিরাজী, আলহাজ্ব মুন্সি সাইফুল বারী ডাবলু,এ্যাডঃ ইলিয়াস উদ্দিন মিন্টু, মোকাররম হোসেন রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, লিটন চক্রবর্তী, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম শাহীন, জাকির হোসেন মামুন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন, শেরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূরে আলম সানি, উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মালেক প্রমুখ।