amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক নির্যাতনের প্রতিবাদ ও মজুরী বৃদ্ধির দাবিতে মিল শ্রমিকদের মানববন্ধন

এস এম মজনু
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাজারের সাথে সংগতি রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও শ্রমিক চান্দু মিয়ার উপর মালিক কতৃক হামলা নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিরাজগঞ্জ চৌরাস্তা প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন সমাবেশ স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। সমাবেশ সভাপতিত্ব করেন জড়ি ও টুইষ্টিং মিল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আমিনুল ইসলাম, বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিরুল ইসলাম মুন্না, আবু তাহের ও পারভিন সুলতানা।

সমাবেশে বক্তারা বলেন, সরকার রেজিষ্টার করা ইউনিয়ন তার গঠন তন্ত্র মেনে দুই বছর পর পর বাজারের সাথে সংগতি রেখে মজুরি বৃদ্ধির দাবি করা শ্রমিকদের ন্যায় সংগত অধিকার। বর্তমানে নিত্যপন্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় এই মজুরি দাবি করায় মালিক কতৃক চান্দু নামে এক শ্রমিক কে অমানবিক ভাবে নির্যাতন করে তার হাতের আঙ্গুল কেটে দিয়েছে। এই ঘটনায় শ্রমিক রা বিক্ষোভ প্রকাশ করে এবং থানায় মামলা দায়ের করে। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসী মালিক কে গ্রেফতার এবং বাজারের সাথে সংগতি রেখে মজুরি বৃদ্ধির জোর দাবি জানান। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।