মুন্সীগঞ্জ, শ্রীনগর, শ্রীনগর বাজার এলাকা হতে বৈদেশিক মুদ্রা চোরাচালানের দায়ে, চোরাচালান চক্রের ০২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রেপিড একশন ব্যাটেলিয়ন র্যাব-১০।
৫ জুন (সোমবার) র্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন শ্রীনগর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন দেশের ১৩,৪৬,৮০৭/- (তের লক্ষ ছেচল্লিশ হাজার আটশত সাত) টাকা সমমূল্যের ৩৯৮টি বৈদেশিক মুদ্রাসহ বৈদেশিক মুদ্রা চোরাচালান চক্রের আল-আমিন (৩৬), সিরাজুল ইসলাম টুটুল (৫৫) দুই জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
আল-আমিন শ্রীনগর থানার দেউলভোগ বালুর মাঠ গ্রামের, মমিনুল মোল্লার পুত্র, সিরাজুল ইসলাম টুটুল শ্রীনগর থানার দেউলভোগ, দয়াহাটা গ্রামের, মৃত আব্দুর রশিদ বেপারীর পুত্র। এসময় তাদের নিকট হতে বৈদেশিক মুদ্রা বিক্রয়ের নগদ ১,১২,০০০(এক লক্ষ বারো হাজার) টাকা জব্দ ও ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।