amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার

এম রাসেল সরকার::
এপ্রিল ২৯, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। শুক্রবার দিবাগত রাতে তাঁদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই আসামি হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রানা (২৫) এবং তাঁর সহযোগী সায়েম আহম্মেদ সিজান (২৫)।

এ দুজনকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে চক্রের সদস্যরা যেকোনো তালা ভেঙে অথবা কেটে মোটরসাইকেল চুরি করে আসছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩–এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আসাদুজ্জামান।

র‍্যাব-৩–এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূল হোতা হলেন রানা। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা বিভিন্ন মডেলের মোটরসাইকেল নিজ হেফাজতে রাখেন। পরে চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে মোটরসাইকেলগুলো বিক্রি করে দেন।

আসামিদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‍্যাব। এ চক্রের একাধিক সিন্ডিকেট থাকার তথ্য জানিয়ে র‍্যাব-৩ বলেছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে র‌্যাব অভিযান চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।