amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৬ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

‘সবাইকে নিয়ে সমৃদ্ধ এসিসিই বিভাগ গড়তে চাই’

নিজস্ব প্রতিবেদেক:
জুন ১৬, ২০২৩ ১২:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(এসিসিই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন আগামী শনিবার (১৭ জুন)। অনলাইনে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

এই নির্বাচনকে সামনে রেখে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন বিভাগটির ১ম থেকে ১৩ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ১১টি সম্পাদকীয় পদ এবং ১০ টি সদস্য পদসহ সর্বমোট ২১টি পদের বিপরীতে ৪৪ জন পদপ্রার্থী দুটি প্যানেলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও দুইজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে উভয় প্যানেলের প্রার্থীরা অনলাইনে ব্যাপক প্রচার প্রচারণা করছেন। এসিসিই বিভাগের সকল শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও ইনসাফ গ্রীণ প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ। জয়ী হলে তিনি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য সবাইকে নিয়ে ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়ন করা, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ফান্ড গঠন করা, ক্যারিয়ার ক্লাব গঠন করা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে (স্কলারশীপ) সহায়তা করা, ক্যারিয়ারের উন্নতির জন্য সেমিনার, ট্রেনিং এর ব্যবস্থা করা, প্রতি বছর সকল(নতুন-পুরাতন) শিক্ষার্থীদের নিয়ে বনভোজন ও মতবিনিয়ন সভা করা, সদ্য পাস করা শিক্ষার্থীদের চাকুরী পাওয়ার ক্ষেত্রে সহায়তা, ইন্টার্নশীপের ব্যবস্থা করা, প্রফেশনাল ট্রেনিং/ডিগ্রি বিষয় প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা করা, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা-কারিকুলাম গঠনের লক্ষ্যে শিক্ষকদের নিয়ে কাজ করা, আধুনিক ল্যাব ও ক্লাসরুম সংকট নিরসনে শিক্ষক ও প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করা। সবাইকে নিয়ে সমৃদ্ধ ও পরিপূর্ণ এসিসিই বিভাগ গড়তে চাই। প্রিয় ভোটাররা আশা করি পরিপূর্ণ এসিসিই গড়তে ভোট দিয়ে পাশে থাকবেন। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্যও শুভ কামনা। জয়ী হতে না পারলেও বিভাগের সবার কল্যাণে কাজ করব।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।